দীর্ঘদিন পর চালু হলো শতভাগ গণপরিবহন
নিজস্বপতিবেদক:
যাত্রীদের জন্য পরিবহন সংকট কেটেছে কিন্তু বেড়েছে যানজট। দিনভর ঢাকাসহ,নারায়নগঞ্জ,গাজীপুরের বিভিন্ন সড়কে দেখা গেছে যানজট।গত বছরের মার্চ থেকে প্রায় দেড় বছর পর ধাপেধাপে লকডাউন,একেক সময় একেক নির্দেশনায় বন্ধ ছিল গণপরিবহন।করোনামহামারির সংক্রমণ ঠেকাতে দেশের সর্বত্র বন্ধ ছিল গণপরিবহন। ১১ আগস্টের পর সড়কে অর্ধেক পরিবহন চলাচলের অনুমতি দিলেও সেই বিধিনিষেধ পুরোপুরি শেষ হলো আজ। ভোর থেকে শতভাগ গণপরিবহন নিয়ে সড়কে যান চলাচল শুরু করেছে।
এরই মধ্যে বৃহস্পতিবার গণপরিবহন চলাচলের বিষয়ে বেশ কিছু নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
সংস্থার পরিচালক (প্রকৌশল) শীতাংশু শেখর বিশ্বাসের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে-
১. আসন সংখ্যার অতিরিক্ত কোনো যাত্রী পরিবহন করা যাবে না এবং দাঁড়িয়ে কোনো যাত্রী বহন করা যাবে না।২. আগের ভাড়ায় (৬০ শতাংশ বর্ধিত ভাড়া প্রযোজ্য হবে না) গণপরিবহন চলবে।৩. গণপরিবহনের যাত্রী, চালক, সুপারভাইজার/কন্ডাক্টর, হেলপার-কাম ক্লিনার এবং টিকিট বিক্রয়কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা মাস্ক পরিধান/ব্যবহার নিশ্চিত করতে হবে এবং তাদের জন্য প্রয়োজনীয় হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে৷৪. যাত্রার শুরু ও শেষে যানবাহন পরিষ্কার-পরিচ্ছন্নসহ জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করতে হবে। এছাড়াও গাড়ির মালিকের পক্ষ থেকে যাত্রীদের হাতব্যাগ, মালপত্র জীবাণুনাশক ছিটিয়ে জীবাণুমুক্ত করার ব্যবস্থা করতে হবে। এ আদেশ এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।